ফরিদপুরে নিজের জন্মদিনে আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

মাহবুব পিয়াল, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৬:১৬ পিএম

ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্রী শর্মি নিজের জন্মদিনে জাঁকজমক করে কেক না কেটে ওই অর্থ দিয়ে ফরিদপুরের টেপাখোলা সরকারী শান্তি নিবাস- বৃদ্ধা আশ্রমের নিবাসী বয়সের ভারে নজ্যু দরিদ্র ও অসহায় মা-বাবাদের মাঝে খাদ্য বিতরণ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) শর্মির ২০ তম জন্মদিন। তার মা রিবা আক্তার ও বাবা সাগর ভদ্র জানান, আমাদের একমাত্র সন্তান শর্মি’র জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করে হতো, এটা তার পছন্দ নয়। গত কয়েক বছর ধরে সাফ জানিয়ে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবো জন্মদিনে আর কেক কাটা নয়, দরিদ্র,অসহায় ও পথশিশুদের সাথে অনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাদের মুখে খাবার তুলে দিতে চাই। সে জন্যই আজ তার জন্মদিনে দুপুরে ফরিদপুরের শান্তি নিবাস বৃদ্ধা আশ্রমের নিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে শর্মি নিজ হাতেই।

এ ব্যাপারে কলেজ ছাত্রী শর্মি জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে আমি যতটা আনন্দ পাই, কেক কেটে বন্ধু বান্ধবীদের নিয়ে হৈচৈ করে সেই আনন্দ পাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্মদিনে দরিদ্র মানুষদের সাথেই কাটাবো।

ভবিষ্যতে কি হতে চাও এমন এক প্রশ্নের জবাবে কলেজ ছাত্রী শর্মি জানান, ভবিষ্যতে যে পেশাই থাকি না কেন, একজন ভালো মানুষ হতে চাই এবং মানুষের কল্যাণে নিজের জীবনকে নিবেদিত করতে চাই।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন