ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জলাবদ্ধতা ইস্যুতে সড়কের জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ করা হয়েছে। হাসপাতালটির সামনে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে ভিন্নধর্মী এ কর্মসূচি পালন করেছে জেলার সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে জলাবদ্ধ পানিতে মাছ ছেড়ে এ প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন- নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু।
এ সময় উপস্থিত ছিলেন- মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুর রহমান, সদস্য সৌরভ হোসেন রায়হান, মো. মেহেদী হাসান, আসিফ সাকিব, মো. ওয়ালিদ সহ হাসপাতালের আশপাশের স্থানীয় মানুষ।
এসময় তারা অভিযোগ করেন, ‘সামান্য বৃষ্টি হলেই মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’
তারা আরও বলেন, ‘জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে যা অবহেলা করার মতো বিষয় নয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৮:২৭ পিএম