
ফরিদপুরের মধুখালী উপজেলার মুদি দোকানী মো. শহিদুল বিশ্বাসের বাড়িতে রান্না করা কুরবানীর গরুর গোশতের টুকরোর ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা নামটি ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরোটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার (২২ আগস্ট) মিলাদ মাহফিল করে পরিষ্কার পানিতে ওই মাংসের টুকরো ফেলে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট ) দুপুরে উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী মধ্যপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠেও আল্লাহ’ লেখা রয়েছে। মাংসের টুকরোটি দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন।
মো. শহিদুল বিশ্বাস বলেন, কুরবানির মাংস ফ্রিজে রাখা হয়েছিল আত্মীয় স্বজন বাড়িতে আসায় কুরবানির মাংস দুপুরে রান্না করার পর খাবার সময় দেখতে পায় প্লেটের এক টুকরা মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে এবং অপর পিঠে ও আল্লাহ’ লেখা। পরে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শ নিয়ে মাংসের টুকরা সংরক্ষণ করে রেখেছি।
স্থানীয় পশু ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, মাংসের টুকরাটি এক নজর দেখতে আসছি। সব আল্লাহর গরু রহস্য জানি না ভালো হবে কি না। তবে গরুর গোশতে উপর আল্লাহ লেখা এমন ঘটনায় আল্লাহর কাছে শুকরিয়া।
গোশতের টুকরা দেখতে আসা রেজাউল ইসলাম বলেন, এমন ঘটনা এর আগে টিভি-পত্রিকায় দেখেছি-পড়েছি। তবে এবার বাস্তবে দেখলাম। মহান আল্লাহের অলৌকিক ক্ষমতা দেখতে পেয়ে খুব ভাগ্যমান মনে হচ্ছে।
এলাকাবাসী জানান, মহান আল্লাহর এমন নাম অনেক সময় আমরা ফেসবুক ও মিডিয়ায় দেখতে পাই। এবার আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তার এটি অলৌকিক ক্ষমতা।