
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি অপারেশন করা হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী ভাঙ্গা উপজেলার চান্দ্র ইউনিয়নের মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় হাজার খানেক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ছানি রোগীদের বাছাই করা হচ্ছে । ছানি রোগীদের পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।
ক্যাম্প সূত্রে জানা যায়, আজ তারা বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা প্রদান করে আসছেন এর মধ্যে ছানি রোগী বাছাই, নেত্রনালী রোগী, মাংস বৃদ্ধি রোগী সেবা অপারেশনের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ জানান, আমরা পারিবারিকভাবে মানুষের নানান সেবামূলক কাজ করে আসছি। এর মধ্যে স্বাস্থ্য সেবা একটি। আমরা ১৯৯০ সালের পর থেকে গরিব অসহায় মানুষকে বিনামূল্যে প্রায় ৩৬ হাজার মানষকে ছানি অপারেশন করে দিয়েছি। আমরা আমৃত্যু গরিব অসহায় মানুষকে এই সেবা প্রদান করবো। আমার সারা বছর ধরেই ক্যাম্প করে থাকি। আমাদের ক্যাম্পের একটা উদ্দেশ্য ছিল যে গরীব অসহায় মানুষের আমরা চোখের ছানি অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে আনতে পারি, যেন তারা দুনিয়ার আলো দেখতে পারে।
ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহান আজ এই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাদের ছানি অপারেশন করা হবে তাদের সম্পূর্ন ফ্রিতে থাকা খাওয়া ওষুধ সহ সব ফ্রিতে করা হবে।
তিনি আরও বলেন, আমার ভাই বাংলাদেশর মধ্যে অন্যতম বিখ্যাত চক্ষু চিকিৎসক মো. মহসিন বেগ ও আমাদের হাসপাতাল আনোয়ারা হামিদা গরীব অসহায় মানুষকে এই সেবা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ ইস্পাহানি গ্রুপের সার্বিক সহোযগিতায় ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে এই এলাকার তরুণ যুব সমাজের সার্বিক সহযোগিতায় আজ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম এলাকায় বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই করা হচ্ছে।