
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ৮৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টার দিকে পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. শামসছুল আজম, রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াদ আলী, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, পুলিশ লাইন্সের রিজার্ভ পরিদর্শক (আরআই) মো. সবুজ মিয়া, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আব্দুল জলিল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘শুধু শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। একজন শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য তার আচরণে। শিক্ষা আমাদের আচরণের পরিবর্তন ঘটায়। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিস্তর আলোচনা করেন।’
এদিকে আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।