ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ৪:৪৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের কামাল মীরের কন্যা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আয়েশা ও তার প্রতিবেশী কয়েকজন বাচ্চাদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকে। ঘণ্টা খানিক পর পুকুরে তার নিথরদেহ পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন