
ফরিদপুরের সালথায় আটঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে সেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করে।
আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের যাতায়াতের একমাত্র ইটের সড়কের সেতুর সংযোগ ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। এলাকার মানুষের দাবী উঠেছিল সড়কটি মেরামতের। গণমানুষের দাবীর প্রেক্ষিতে আটঘর ইউনিয়নের স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জামায়াতের মেম্বার প্রার্থী মো. জাকির মাতুব্বর, ইউনিয়ন জামায়াতের সাাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘর ইউনিয়নের সভাপতি মোজাম সরদার, সেক্রেটারী ইমরান খান প্রমুখ।