মধুখালীতে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন

ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৪ পিএম

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) মাগরিব নামাজ বাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেগচামী ইউনিয়ন শাখার আয়োজনে মেগচামী দাখিল মাদ্রাসা হল রুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেগচামী ইউনিয়নের সভাপতি মো. শফিকুল আলম খাঁনের সভাপতিত্বে ও যুব জামায়াতে ইসলামীর মেগচামী ইউনিয়ন সভাপতি মাওলানা জিলান ফকিরের সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আলীমুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নওশের আলী চৌধুরী, গাজনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফা, মেগচামী ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা হুসাইন, মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহুরুল কায়েম।

এছাড়া মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ নূর নবী খাঁন, মেগচামী ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. সবুর শেখ, মেগচামী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বিল্লালসহ মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন