সদরপুরে সহকারী শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা

কবির হোসাইন, সদরপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:২৮ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে তার দীর্ঘ দিনের সহকর্মী ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সম্মিলিতভাবে তাকে বিদায় সংবর্ধনা দেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে সদরপুর ও আকটেরচর ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ ও রূপা ঘোষ।

মো. মিজানুর রহমান ও এন ইউ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ওয়াহিদ খান একজন অত্যন্ত সৎ ও ধর্ম ভীরু মেধাবী অফিসার। কর্মক্ষেত্রে তিনি বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করেন। তার একনিষ্ঠ কর্মস্পৃহা উদাহরণ দেয়ার মত’।

এ সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ খান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন