চরভদ্রাসনে বৃক্ষ মেলার উদ্বোধন

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৪০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে বৃক্ষ মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহীদ তালুকদার, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা ও সদস্য কেএম ওবায়দুল বারী দিপু প্রমুখ।

বৃক্ষ মেলার উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন