ফরিদপুরে যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৩৩ পিএম

ফরিদপুরে যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদার দাবিতে টেম্পু স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬ টি মাহেন্দ্র ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পরে মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন