
ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন দু’টিকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার এম বিশ্ববিদ্যালয় কলেজ কলেজপাড় এলাকায় অখণ্ড ভাঙ্গা রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত আমাদের দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের সাথে যুক্ত করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আন্দোলনে গ্রেফতার প্রধান দুই সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া ও পলাশ মিয়াকে নিঃস্বার্থভাবে মুক্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, ভাঙ্গাকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না, পারব না। আমরা অখণ্ড ভাঙ্গা চাই।
মানববন্ধনকারীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন বঞ্চিত হয়ে আসছে। এবার উপজেলাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আরো অবহেলার স্বীকার করা হচ্ছে।
এলাকাবাসী মনে করেন, ‘প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী মানুষ। এছাড়া এ দু’টি ইউনিয়ন থেকে ভাঙ্গায় যেতে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট, আর নগরকান্দা সালথায় যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘণ্টা। তাই দ্রুত ইউনিয়ন দু’টিকে ফরিদপুর-৪ আসনে পুনর্বহালের দাবি জানান তারা।’
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার বৃহত্তর দু’টি ইউনিয়ন আলগী ও হামিরদীকে কেটে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ভাঙ্গার দু’টি ইউনিয়নসহ ভাঙ্গাবাসী।