চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো. মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসপাতাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় চার ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. উজ্জল সেক ও চরভদ্রাসন থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাসপাতাল রোড এলাকায় কয়েকজন ব্যাবসায়ী যত্রতত্র গাছের গুঁড়ি ও কাঠ ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে আট হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- খাদিজা আর হালিমা ফার্নিচার ২ হাজার টাকা, বিল্লাল ফার্নিচারকে ১ হাজার পাঁচশত টাকা, একলাছ ফার্নিচারকে ২ হাজার টাকা ও হাওলাদার স্ মিল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন