পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মধুখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২৬ পিএম

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিকাল ৪ টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মধুখালী মডেল সরকারী প্রা. বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা – খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী মরিচ বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

এসময় মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলীর সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী পৌর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরী, উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খাঁন, উপজেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি রাজিবুল হাসানসহ জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন