
ফরিদপুরের চরভদ্রাসনে স্পীডবোট ডুবে দূর্গা রানী (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় শিশু সহ আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেমম্বর) বিকেল ৫টার দিকে চরভদ্রাসন গোপালপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দূর্গা রানী উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বিমল রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৫ টার দিকে চরভদ্রাসন গোপালপুর ঘাট হতে ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পীডবোট ছেড়ে যায়। স্পীডবোটটি মৈনুট ঘাটের কাছাকাছি যাওয়ার পূর্বে প্রচন্ড ঢেউয়ের তোরে তলা ফেটে গিয়ে ডুবে যায়। যাত্রীরা বোটটি ভাসমান অবস্থায় প্রায় এক ঘন্টা ধরে রাখে। পরে খবর পেয়ে অন্যান্য স্পীডবোড গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। এদের মধ্যে দূর্গারানীকে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন ও থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান নিহত ও আহতদের সার্বিক খোঁজ খবর রাখছেন।
এই ঘটনার বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসে একজনকে মৃত পাই। আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।