
ফরিদপুরে মো. রাকিব (২১) নামে এক অটোরিকশা চালক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ রাকিব ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালিবাড়ীমোড় এলাকার আব্দুল খালেকের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অটোরিকশা চালকের সন্ধান মিলেনি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার।
নিখোঁজের পরিবার ও থানায় করা জিডি সূত্রে জানা যায়, রাকিব শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ভাড়া করা ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে ভাজনডাঙ্গা কালীবাড়ী মোড়ের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মিলেনি রাকিবের। নিখোঁজের পর থেকে উদ্ধিগ্নে রয়েছে পরিবার। রাকিবের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে ফুলহাতা ছাপা শার্ট রয়েছে।
ফরিদপুরপর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার। পুলিশ রাকিবের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।