মধুখালীতে সংঘবদ্ধ ভ্যান চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেপ্তার

ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৫১ পিএম

ফরিদপুরের মধুখালীতে সংঘবদ্ধ ব্যাটারি চালিত ভ্যান চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) এ তথ্য নিশ্চিত করছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত বক্কর আলীর ছেলে আমিরুল (৩৫) এবং কুষ্টিয়া সদর গ্রামের মৃত মোতালেবের ছেলে হেলাল (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় মধুখালী বাজার ভ্যানস্ট্যান্ড থেকে অপরিচিত দুই জন যাত্রী ভ্যানে উঠে। এসময় অপর একজন সহযোগী রশি কেনার কথা বলে ভ্যান চালক তারেককে নিয়ে যায়। রশি কেনার পর চোরের সহযোগী বলে তুমি ভ্যানে যাও আমি আসছি। তখন ভ্যান চালক তারেক এসে দেখে ভ্যান নেই। অনেক খুঁজাখুঁজির পর থানায় এসে তারেকের মা জাহেদা বেগম নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। গত (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচ টায় চুরি যাওয়া ভ্যান মালিক তারেক মধুখালী বাজারে চোর দুইজনকে দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা ধরে জিজ্ঞাসাবাদ করলে চোর চক্রের দুইজন ভ্যান চুরির কথা স্বীকার করে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছাবনি পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের সেজো ছেলে তারেক শেখ ১ মাস আগে কিস্তির টাকা তুলে আশি হাজার টাকা দিয়ে একটি ভ্যান ক্রয় করে। এরপর প্রতিদিনের ন্যায় ২১ সেপ্টেম্বর সকালে ভ্যান নিয়ে বের হলে মধুখালী বাজার ভ্যানস্ট্যান্ডে থেকে ভ্যানটি চুরি হয়ে যায়।

জানাগেছে, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র ব্যাটারি চালিত ভ্যান, অটোরিকশা, মোটর সাইকেল, বৈদ্যুতিক মটরসহ বসত বাড়ীতে চুরি করে আসছে।

এব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনায় দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে রবিবার (২৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন