‘আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে’  — শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ । ১০:০২ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলে ভোট দিতে যাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’

বুধবার (০১ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ সবকিছু যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাঁটতে হবে।’

শামা ওবায়েদ আরো বলেন, ‘ধর্ম-বর্ণ ও দল কোনো ভেদাভেদ আমরা কখনো দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এই মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন