গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের বোয়ালমারী তৌহিদী জনতা।
শুক্রবার (০৩ অক্টোবর) আসরের নামাজ শেষে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভা করে তারা।
এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমেদ, বাইখীর বনচাকী কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ সৈয়দ সাজ্জাদ আলী, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মুশফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস ও ছাত্রনেতা ওহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত সভায় বক্তারা ফ্লোটিলা নৌবহরে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৬:২৯ পিএম