ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাটিকাটা শ্রমিকের 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১০:৪১ পিএম

ফরিদপুরে দোকানের শাটারে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইছহাক মাতুব্বর (৫৫) নামে এক মাটি কাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ইছহাক মাতুব্বর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

ওই এলাকার নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের ৪টি মাটির রিং বসানোর জন্য সকাল ১০টায় বাজার থেকে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। এদিন দুপুর ২টার দিকে ওই ব্যক্তি মাটি কেটে রিং বসানোর কাজ শেষ করে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হয়। দোকান থেকে খেয়ে ফেরার পথে বৃষ্টি হলে পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় জিসান মোল্লার অটো রিক্সার ব্যাটারি ও পার্টসের বন্ধ দোকানের সামনে বসে শাটারের সাথে বিশ্রাম নিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুজ্জামান জানান, একজন মাটি কাটার শ্রমিক কাজ শেষ করে রাস্তার পাশের একটি দোকানের শাটারের সামনে বসে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদ্যুত বিভাগের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দোকানের সামনে পড়ে থাকা মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন