ফরিদপুরের চরভদ্রাসনে দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৩ অক্টবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মহড়া শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহীদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মুর্তজা ফকির প্রমুখ।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ২:২৯ পিএম