
অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না তাঁর। সেই অভিনয়েই নিজের অবস্থান পাকা করেছেন। নির্মাতাদের আস্থার নাম টোল পরা গালে হাসি ছড়ানো মেয়েটির নাম। বলছি অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের কথা। তিনি এখন যেমন ব্যস্ত অভিনয়ে, তেমনি সময় দিচ্ছেন নিজের স্বপ্নের ব্যবসায়ও।
সম্প্রতি এই অভিনেত্রী নেপালে একটি নাটকের শুটিং শেষ করেছেন। সঙ্গে ছিলেন সহশিল্পী জিয়াউল হক পলাশ। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নেপাল ভ্রমণের কিছু ঝলক ফেসবুকে শেয়ার করলেও কেয়া জানান, এগুলো সব শুটিংয়ের সময়ের ছবি, পরে পোস্ট করেছেন বলে অনেকেই ভেবে বসেছেন তিনি এখন নেপালেই আছেন। শুটিংয়ের ফাঁকে সৌন্দর্য কিছুটা উপভোগ করলেও মূলত ব্যস্ত ছিলেন ক্যামেরার সামনে।
সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘কানাডায় গিয়েছিলাম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। এর আগে নিউইয়র্কও যাওয়া হয়েছে। কাজের পাশাপাশি কানাডাতেও ঘোরা হয়েছে কিছুটা। সুন্দর জায়গায় গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। এই ভ্রমণ শেষে মনে হলো, নিউইয়র্ক এক শহরে হাজার শহরের গল্প ধরে রেখেছে। কনি আইল্যান্ডের নির্ভার আনন্দ, ম্যানহাটানের ব্যস্ততা আর নায়াগ্রার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে যেন অন্যরকম ভালোলাগা ভরিয়ে দেয় আমাকে। শুটিংয়ের ব্যস্ততা, নানামুখী কাজের দৌড়ের মাঝেও মাঝেমধ্যে চোখ বন্ধ করলেই কনি আইল্যান্ডের ঢেউ আর ম্যানহাটানের আলো আমার মনে ভেসে উঠবে মনে করিয়ে দেয়, পৃথিবী আসলেই কত সুন্দর আর বৈচিত্র্যময়।’
বিদেশ ভ্রমণ নিয়ে ব্যক্তিগত ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশেই আমার যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিবারই নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছি। অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে। তবে বিদেশে গেলে মাঝেমধ্যে দম বন্ধ লাগে, দেশে ফিরলেই শান্তি পাই।” কেয়া পায়েলের সবচেয়ে প্রিয় জায়গা ফরিদপুর, যেখানে তাঁর নানাবাড়ি। সেই সঙ্গে কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাজশাহীর কথাও বলেন পছন্দের জায়গা হিসেবে। অভিনয়ের পাশাপাশি গত এক বছর ধরে যুক্ত হয়েছেন পার্লার ব্যবসার সঙ্গে। অনেক তারকা যেখানে অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসায় নেমেছেন, সেখানে নিজের স্বপ্ন থেকেই এটি শুরু করেছেন। নাটকের কাজ নিয়েও দারুণ ব্যস্ত তিনি। ঈদের পর কিছুটা কাজ কমলেও এখন আবার শুটিংয়ের চাপ বাড়ছে। ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমেও নাটক প্রচার পাচ্ছে নতুন গতি। ‘অনেক দিন পরে’ নামে এক নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া, যা ১৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
সম্প্রতি তৌসিফ মাহবুবের সঙ্গে করা ‘তুমি আমার বউ’ নাটকটিও বেশ প্রশংসা কুড়িয়েছে। বেশ বিরতির পর কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানের ভিডিওতে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। পেয়েছেন ভক্ত-দর্শকের প্রশংসা। ভক্তদের সঙ্গেও যোগাযোগ রাখছেন নিয়মিত। ফেসবুকে গ্রুপ, লাইভে এসে, কিংবা আপডেট দিয়ে রাখেন তাদের সঙ্গে সম্পর্কের সেতু। কেয়া পায়েলের কথায়, “দিন শেষে তারাই আমাদের সব।”
দেখতে দেখতে কেয়া পায়েলের অভিনয় ক্যারিয়ারের সাত বছর হতে চলছে। অভিনয় জীবনের পথচলা নিয়ে তাঁর ভাষ্য, ‘সাত বছরের ক্যারিয়ার। কখন যে এতগুলো বছর পার হয়ে গেল টেরই পাইনি। দর্শকের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই অভিনয় করছি। কোনো কাজ চ্যালেঞ্জিং মনে হলেও অভিনয় থেকে পিছিয়ে আসিনি। আমি মনে করি, অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে পারলেই প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত শিখছি।’
চলতি বছরের শুরুর দিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষাজীবনের পাঠ চুকালেন কেয়া পায়েল। লেখাপড়ার চাপ আপাতত নেই। যে কারণে বছরের বাকি সময় ভালো কিছু কাজ উপহার দিতে চান দর্শককে। অভিনয়, ব্যবসা, পরিবার আর নিজের ভালো লাগাগুলোকে সুন্দরভাবে ভারসাম্য করে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে চলেছেন তিনি। নিরন্তর নিজের স্বপ্নের পথে…।