ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহেদা (৪৫) ও তার সহযোগী রেখাকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের গুহলক্ষ্মীপুর বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে শাহেদার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮০০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন।
যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ৪:০২ পিএম