ফরিদপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ৯:৩৭ এএম

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল কাদের আজাদের (এ.কে আজাদ) মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলে মশাল মিছিল করেছে ছাত্রদল।
‎
রবিবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. পারভেজ খানের নেতৃত্বে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ (ডিগ্রি শাখা) হতে প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত মশাল মিছিলে ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি কায়েস মাহমুদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ফরিদপুর পলিটেকনিক কলেজ শাখার সভাপতি শাকিবসহ ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গসংগঠন বাংলাদেশের সম্পদ লুটপাট করে এখন ভারতে পালিয়েছে। কিন্তু ফরিদপুরে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে দিয়ে ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করতে চাচ্ছেন।”
‎
‎বক্তারা আরও জানান, “দক্ষিণবঙ্গের ছাত্রদলের মনে শঙ্কা জাগছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তা না হলে কিভাবে আওয়ামী লীগের মামলা খাওয়া নেতাকর্মী ফরিদপুরের বুকে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফরিদপুর শহরে আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়াতে কখনোই দেওয়া হবে না। আ.লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আ.লীগ নেতা এ কে আজাদ ফরিদপুরে এসেছেন। ফরিদপুর জেলা ছাত্রদল বেঁচে থাকতে তার সেই স্বপ্ন পূরণ করতে দেব না।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন