বিসিএস (পুলিশ) ক্যাডার ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের পরিদর্শক (সশস্ত্র) মো. সবুজ মিয়া। তিনি ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
জানা যায়, মো. সবুজ মিয়া ১৯৬৯ সালে নেত্রকোনা জেলা সদরের রৌহা ইউনিয়নের ডুমনীকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আবুল হোসেন ছিলেন একজন সুনামধন্য ব্যবসায়ী। তিনি ১৯৭৯ সালে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়াশোনার পাঠ শেষ করেন। এরপর ১৯৮৬ সালে খলিসাপুর উচ্চ বিদ্যালয় থেকে সম্মানের সাথে এসএসসি পাশ করেন। অতঃপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন নেত্রকোনা সরকারি কলেজে।
ছাত্র থাকাকালীন সময়ে ১৯৮৭ সালের ১লা ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ভালো কাজের পুরস্কার হিসেবে ধীরে ধীরে পদোন্নতি পেয়ে এএসপি হলেন এ পুলিশ কর্মকর্তা।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৫:১৭ পিএম