ফরিদপুরে ধানক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৪:০০ পিএম

ফরিদপুরের নগরকান্দায় একটি ধানক্ষেতে নিয়ে ৪৪ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হুমায়ন সিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকায় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হুমায়ন সিকদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ইমন সিকদারের ছেলে।

র‌্যাব-১০ জানায়, ‘গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের নগরকান্দার শংকর পাশা এলাকার একটি ধানক্ষেতে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার হুমায়ন সিকদারের নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নগরকান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।’

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন,’ গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন