ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে আরও দুই ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৫:০৩ পিএম

ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার ফেলা মোল্লার ছেলে দুদুমিয়া ওরফে সায়েম (২১) ও মুন্সিবাজার এলাকার মৃত সিদ্দিক বেপারীর ছেলে খাজা বেপারী (২০)।

এদিকে, এর আগে গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ফরিদপুর শহরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ছিনতাইকারী সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা গভীর রাতে এলোমেলো ঘুরাফেরা করছিল। তাদের প্রশ্ন করা হলে ঘুরাফেরার সঠিক কারণ জানাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবেনা।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন