ফরিদপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ নারীকে আটক করে পুলিশে দিল জনতা

শ্রাবণ হাসান, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৭:৫৯ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে চলন্ত অবস্থায় একটি ব্যাটারীচালিত অটোগাড়িতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাঁদের সাথে একটি শিশুও রয়েছে। এছাড়া তাঁরা সঠিক পরিচয় জানাচ্ছে না বলে পুলিশ জানিয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের গাজীরটেক ইউনিয়নের শীলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি ইজিবাইকে চরভদ্রাসন থেকে এক নারী (৫৩) ফরিদপুর শহরে আসছিলেন। পথিমধ্যে মৌলভীরচর এলাকা থেকে ওই ইজিবাইকে আরও ৫ নারী যাত্রীবেসে উঠেন। কিছুদূর এগোতেই রিশাত বেগের গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার চেষ্টা করে ৫ নারী যাত্রী। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ৫ নারীকে আটক করে। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

ভুক্তভোগী নারী রিশাদ বেগ বলেন, আমি অটোর পেছনে বসা ছিলাম। তাঁরা দুইজন আমার দুইপাশে বসে। প্রথমে আমার কানে টান দেয়, মনে করেছিলাম এমনেই টান লেগেছে। আবার গলায় চেইনে টান লাগে। তখন আমি চিৎকার দিলে গাড়ি দাঁড়ায় পড়ে, তখন মানুষ এসে ধরে ফেলে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দিলে ৫ নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাঁদের পরিচয় জানতে চাইলে এলোমেলো তথ্য দিচ্ছে, স্বামীর নামও বলতেছে না, ঠিকানা বলতেছে হবিগঞ্জে কিন্তু ভাষাগত মিল নেই। আমরা পরিচয় জানার চেষ্টা করছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন