ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:৫৩ এএম

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ও গত রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে গত দু’দিনে আরও ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এখনই তাদের নাম-পরিচয় জানাতে পারছিনা। আইনগত পক্রিয়া শেষে তাদের নাম-পরিচয় জানাতে পারবো। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানিয়েছেন পুলিশ এ কর্মকর্তা।’

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন