ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে আরও দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন- ফরিদপুর শহরের চক ফতেহপুর এলাকার হাসেম মোল্লার ছেলে মুসা মোল্লা ও মধ্য আলীপুর এলাকার হালিম শেখের ছেলে নির্জন মাহমুদ হৃদয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবেনা।’

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ৪:১৯ পিএম