বোয়ালমারীতে ইয়াবা সেবনকালে যুবলীগ সমর্থক গ্রেপ্তার

বোয়ালমারী প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ । ৯:২৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত থেকে মাদক সেবনকালে রফিকুল ইসলাম (৩১) নামে এক যুবলীগ সমর্থককে গ্রেপ্তার করেছে ডহরনগর ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রুপাপাত বাজারস্ত খালাসী ভবনের দ্বিতীয় তলায় এনামুল শেখের এনজিও অফিসে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের হায়াত আলীর ছেলে।

এসময় তার কাছ থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূদন পাণ্ডে জানান, মাদক নির্মূলে ডহরনগর পুলিশ ফাঁড়ি সবসময় সচেষ্ট। খবর পেয়ে মাদকসহ রফিকুলকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার রফিকুলের নামে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন