ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ । ৮:০৭ পিএম

ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (০২ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের বিন মোস্তাক ওরফে প্রতিক, কাজী মিন্টু, মো. দিদার শেখ, রানা শেখ, মো. জাহিদ শেখ ও রাজু শেখ। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন