ফরিদপুরে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যাঁরা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ । ১০:৪৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে ফরিদপুর-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

সোমবার (০৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রার্থীরা হলেন- ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুল।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন