‘দুর্ভিক্ষ সুদান’

মুহাম্মদ মুরাদ হোসাইন
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১:১০ পিএম

 

সুদানের আকাশে আজ ধুলো উড়ে,
ক্ষুধার হাহাকার বাজে প্রতিটি ঘরে।
শিশুর চোখে পানি নেই, শুধু শূন্যতা,
মায়ের হাতে দুধ নেই, শুধু প্রার্থনা ভরে।

নদী শুকিয়ে গেছে, মাঠ ফেটে গেছে,
বালুর নিচে লুকায় জীবন অনাহারে।
সূর্য ডোবে, তবু ওঠে না আলো—
অন্ধকার নামে ক্ষুধার জ্বালায়।

মসজিদের মিনারে আজ কান্নার সুর,
“আমাদের ভাই, তাদের পাশে কে দাঁড়াবে?”
আরবের বাতাস নীরব, পৃথিবীও চুপ,
মানবতা আজ কোথায় হারিয়ে যাবে?

আমরা মুসলিম—এক দেহ, এক প্রাণ,
কেন ভুলি ভাইয়ের এই আহ্বান!
এসো, হৃদয় খুলে দিই, হাত বাড়াই,
সুদানের ক্ষুধার মাটিতে জীবন ফুটাই।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন