ফরিদপুরের চরভদ্রাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে যৌথ মালিকানায় “চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে এই প্রথম একটি প্রাইভেট হাসপাতাল তাদের যাত্রা শুরু করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরকার অনুমোদিত এই হসপিটালটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডা. পীযূষ বিশ্বাস (হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ), ডা. শাহানা পারভীন বীথি(গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ), ডা. মোহাম্মদ জালাল উদ্দিন (নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ), ডা. সুশীত কুমার বিশ্বাস (সার্জারী বিশেষজ্ঞ), ডা. মাহফুজ আরা মুক্তা (গাইনী ও প্রসুতী বিশেষজ্ঞ), ডা. শিপ্রা হালদার, ডা. নাহিদ বাদশা, ডা. এসএম আরাফাত, ডা. প্রিন্স মাহমুদ ও ডা. সাদনান সাকিব। এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হসপিটালটির প্রতিষ্ঠাতা আবুল কাশেম মন্ডল ও পরিচালক মো. শহিদুল ইসলাম জানায়, উদ্বোধন উপলক্ষে তিনতলা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালে ৭ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাড় দেওয়ার পাশাপাশি রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। এছাড়া এই হাসপাতালে রয়েছে আট জন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিন জন অভিজ্ঞ চিকিৎসক। এছাড়া ১০টি বেড, ৪টি কেবিন ও ১২ জন নার্স।
হাসপাতালটিতে চব্বিশ ঘণ্টা এ্যমবুলেন্স সেবার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে দুটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানান তারা।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৯:৫২ পিএম