ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দশম শ্রেণি একাদশ অষ্টম শ্রেণি একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
রবিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি কাজী মাহাবুব উল্ল্যাহ্ বিশ্ববিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কে.এম শিহানের সঞ্চালনায় ও ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের প্রধান শিক্ষক ঈসমাইল মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সরকারি কাজী মাহবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ সরোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান আলমগীর, বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা পৌর শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি শাহজান মুন্সী, ম্যানেজিং কমিটির সদস্য মো. হাফিজ আহমেদ ও সবুজ মাতুব্বর।
এসময় আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক হাফিজা আক্তার মিতু , তিশা রহমান, সিনথিয়া আক্তার, শিলা আক্তার ও মাহিন আহমেদ।
এসময় ভাঙ্গা ডিজিটাল হাইস্কুলে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সহকারী শিক্ষক দিলীপ কুমার। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেডেল ট্রফি ও উপহার হিসাবে বৃক্ষের চারা প্রদান করা হয়।

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১০:১৩ পিএম