সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ বেকারিকে জরিমানা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ৭:৩১ এএম

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করে সরবরাহ করার অপরাধে চারটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ নভেম্বর) সকালে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কয়েকটি বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার তৈরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাতরশি এলাকার ৪টি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এসব অভিযোগ প্রমাণিত হওয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ৪ টি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন