ফরিদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৩:০৫ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বেচ্ছাসেবকলীগ তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো: বাহাদুর চৌধুরী (৪৭) এবং যুবলীগ কর্মী কাজী আল সাবা (সোহেল) (৩০)।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন