ফরিদপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রভাষক পরিষদের ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ হাসিব মৃধার সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সদস্য সচিব ওসমান মোল্লা, যুগ্ন আহ্বায়ক বাবুল তালুকদার, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ শেখ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘৫ই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটি হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে। কিন্তু, আমাদের ৩৭তম বিসিএস এর পরে আমরা যারা আছি আমাদের এখন পর্যন্ত কোন প্রমোশন হয়নি। আমাদের সাথে যারা অন্যান্য ক্যাডারে আছেন তারা আমাদের চেয়ে সিনিয়র হয়ে গেছেন অথচ আমরা একই জায়গায় পড়ে আছি। আমরা প্রভাষক বিসিএস ক্যাডার হতে পেরেছি আমরা সম্পূর্ণ জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের পদোন্নতির ব্যাপারে নতুন সরকারের কোন মাথা ব্যাথা নেই। আমাদের একই পদে ১২ বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোন পদোন্নতি নেই।’
তারা বলেন, ‘আমাদের সাথে দীর্ঘদিন যাবত এই বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে আমাদের দাবি পূরণ করে না হলে আগামী তারও ব্যাপক কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন তারা।’

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৪:৩৪ পিএম