ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে একই গ্রামের চার ব্যক্তির ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য ও নগদ অর্থ পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘর থেকে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুহুর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি বসতঘর, একটি রান্না ঘর, ঘরের মধ্যে থাকা ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, ফলিয়া গ্রামের এনায়েত মন্ডল, তহিদুল ইসলাম মন্ডল, রবিউল মন্ডল ও এনামুল মন্ডল। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম জানান, সকালে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৫:৪০ পিএম