ফরিদপুরের সালথার কাগদী বাওরে অবাধে চলতে থাকা দু’টি অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়া পাইপগুলো বিনষ্ট করা হয়েছে। এ সময় প্রশাসনের উপস্থিতি টেঁর পেয়ে পালিয়ে যায় ড্রেজার মালিকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাওরে এ অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার ‘ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘সালথার কাগদী বাওরে চলতে থাকা দু’টি অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়ে তা পানিতে ফেলে দেওয়া হয়। এছাড়া পাইপগুলো কেটে টুকরো টুকরো করে বিনষ্ট করা হয়।’
তিনি বলেন, ‘প্রশাসনের উপস্থিতি টেঁর পেয়ে দৌঁড়ে পালিয়ে যায় ড্রেজার মেশিনের মালিকরা।’

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ৮:১৬ পিএম