সালথায় মরহুম কে.এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৮:১৪ পিএম

ফরিদপুরের সালথায় মরহুম কে.এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ বনাম নগরকান্দা ফুটবল একাডেমী অংশগ্রহণ করে। নগরকান্দা ফুটবল একাডেমীকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ফরিদপুর একাদশ।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

উক্ত ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার রেজাউর রহমান চয়ন প্রমূখ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন