ফরিদপুরের সালথায় মরহুম কে.এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ বনাম নগরকান্দা ফুটবল একাডেমী অংশগ্রহণ করে। নগরকান্দা ফুটবল একাডেমীকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ফরিদপুর একাদশ।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
উক্ত ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার রেজাউর রহমান চয়ন প্রমূখ।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৮:১৪ পিএম