ফরিদপুরের আলফাডাঙ্গায় বাগানে ঝুলছিল শিশুর মরদেহ

ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৪:২৭ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় জায়ান মোল্যা (৭) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জায়ান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দুপুর ১২ টার দিকে বাড়িতে ফেরার আধা ঘণ্টা পর নিখোঁজ হয়। নিখোঁজের পর তাকে আশপাশ সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। বেলা সোয়া ১টার দিকে বাড়ির পাশে একটি বাগানে জায়ান মোল্যার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিশু জায়ানের পরিবার ও স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, জায়ান নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন