ফরিদপুর- ১ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা’র “রাইড ফর জাস্টিস” স্লোগানে মোটর শোভাযাত্রা বের করা হয়। এই মোটর শোভাযাত্রায় প্রায় ১৫০০ মোটরযান অংশ নেয়।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে
ফরিদপুর -১ সংসদীয় আসনভুক্ত আলফাডাঙ্গার কামারগ্রাম থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি বোয়ালমারী উপজেলা হয়ে মধুখালীর উপজেলার কামারখালী গিয়ে শেষ হয়।
এ সময় জামায়াতের এই প্রার্থী চারটি পথসভায় বক্তব্য রাখেন।
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, অতীতের রাজনীতি আর ফিরে আসতে দেব না, দেশবাসরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, আমরা নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেব, যাতে আমাদের কৃষকরা তার উৎপাদিত পণের ন্যায্যমূল্য পায়। দেশের কৃষক শ্রমিকরা দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্যতা দেওয়া হচ্ছে না। জামায়াতে ইসলামী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশের মাদক ও দুর্নীতি প্রতিরোধ করা হবে, দেশের যুবসমাজ যাতে সুস্বাস্থ্য অধিকারী হয় এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেদিকেই আমরা গুরুত্বারোপ করবো।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে, জামায়াতের জেলার কর্মপরিষদ সদস্য ইমারত হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা আমির হাফেজ মো. বেলাল হুসাইন, পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, মধুখালীর আমির আলিমুজ্জামান, আলফাডাঙ্গার আমির মাওলানা কামাল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ৪:১৪ পিএম