বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) “রাইজিং উইথ রাইটস: ভোটার এডুকেশন ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ভিইপিডি)” প্রকল্পের আওতায় ফরিদপুরে প্রতিবন্ধী মানুষের জন্য দিনব্যাপী একটি ভোটার শিক্ষণ প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার (২২ নভেম্বর) ফরিদপুরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্রে এ ভোটার শিক্ষণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই ক্যাসকেড প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
২০২৫ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা। প্রকল্পটি ঢাকা, ফরিদপুর ও দিনাজপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে প্রায় ৬০০০ প্রতিবন্ধী মানুষকে বিভিন্নভাবে এই ভোটার হিসেবে করণীয় সম্পর্কে নানাভাবে সচেতন করা।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বি-স্ক্যান’র নির্বাহী পরিচালক সালমা মাহবুব এবং পরিচালক ইফতেখার মাহমুদ।
এছাড়া স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ওপিডি) ও গ্রাম উন্নয়ন সংস্থা (ভিডিও) এ উদ্যোগে সহযোগিতা করে। পাশাপাশি গ্রাম উন্নয়ন সংস্থা থেকে নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো এবং আইএফইএস এর পক্ষ হতে ছিলেন মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার নাসিরুল ইসলাম এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনি ইমাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব ও জনওকালতির বিষয়ে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। আইএফইএস এর প্রতিনিধিবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।
বি-স্ক্যান ও আইএফইএস বিশ্বাস করে, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সংবিধান প্রদত্ত ভোটাধিকার স্বাধীনভাবে, আত্মবিশ্বাস এবং মর্যাদার সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৭:৪৪ এএম