মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় শেখ আক্তার হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত পল্লী চিকিৎসক উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত রশিদ শেখের পুত্র।
জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে মহান আল্লাহকে চোর বাটপার ও খুনি বলেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে তালেবান সরকার বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মহান আল্লাহকে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেনকে গ্রেপ্তার করা করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৭:৫১ পিএম