ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করার পাশপাশি ষ্টলগুলো পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিবউল্লাহ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহীদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কম্বল ও ১’শ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি বাাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ৫:৫৫ পিএম