ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ৬:৫৪ পিএম

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে সেলাই ও এম্ব্রডারী প্রশিক্ষণের উদ্বোধন করেছেন চৌধুরী নায়াব ইউসুফ। 

তিনি ফরিদপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাঁর বাবা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বিএনপি সরকারের একাধিকবার মন্ত্রী ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ফরিদপুর শহরতলীর বায়তুল আমান এলাকায় তাঁর মায়ের নামে গঠিত “শায়লা কামাল মহিলা প্রশিক্ষণ কেন্দ্র” এর মাধ্যমে বিনামূল্যে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে নারীদের বাটিক সহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণ কেন্দ্র আরও বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন।

এসময় জিয়া মঞ্চ ফরিদপুর শাখার পক্ষ থেকে ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়। এদিন পাঁচজন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু হয় এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানো হবে বলে উদ্বোধনকালে চৌধুরী নায়াব ইউসুফ উল্লেখ করেন।

উদ্বোধনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুর সদরের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এখানে সেলাই প্রশিক্ষণের পাশাপাশি বাটিক, হাতের কাজ এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারণ, বিএনপি নারীদের ক্ষমতয়ান, স্বাবলম্বী ও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা করেছে। তারই অংশ এই প্রশিক্ষণ কেন্দ্র, পর্যায় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।

এ অনুষ্ঠানে জিয়া মঞ্চ ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব এ বি সিদ্দিক অপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চলতি দায়িত্ব দপ্তর মো. মাশরাফি আহমেদ,  মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো. কাইয়ুম মিয়া, সদস্য সচিব এনামুল করিম, যুগ্ন আহবায়ক  মো. মজিবুর রহমান দিলীপ প্রমুখ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন