ভূমিকম্পের প্রভাবে ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকির মুখে তিন শতাধিক শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ১:০০ পিএম

ফরিদপুর শহরের শতবর্ষী ৮৯ নং গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় চরম ঝুঁকির মুখে পড়েছে তিন শতাধিক শিক্ষার্থীর জীবন।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ শে নভেম্বরের ভূমিকম্পে বিদ্যালয়টির বিম, ছাদ ও দেয়ালে ফাটল ধরে এবং পলেস্তরা খুসে পড়ে। এমতাবস্থায় একটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং শ্রেণিকক্ষ সংকটে খোলা মাঠে রোদের মধ্যেই চলছে পাঠদান কার্যক্রম।

১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই ভিন্ন ভবনটিতে পাঠদান নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়রা কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও এখনো কোনো স্থায়ী সমাধান মেলেনি। শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে, যা তাদের লেখাপড়াকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।

এদিকে ফরিদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, স্কুলটিতে দ্রুত পরিদর্শনে যাব। এ ব্যাপারে শ্রীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন