বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৩:৩৭ পিএম
ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ের কথা ছিল ২৩ নভেম্বর। বাগদান থেকে গায়েহলুদও সেরেছিলেন তারা। তবে স্মৃতির বাবার অসুস্থতার কারণে শেষ মুহূর্তে বিয়েটা হয়নি।
গুঞ্জন রয়েছে, নৃত্যপরিচালক ডি’কস্তার সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি জানার পর বিয়েটা স্থগিত করেছেন স্মৃতি। এমন খবরের মাঝেই নতুন গুঞ্জন ঘুরছে সামাজিকমাধ্যমে। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে!
বিশেষ করে একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার শুরু। সেখানে দাবি করা হয়েছে, শ্রেয়াস ও ম্রুণাল কয়েক মাস ধরে ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ সম্পর্ক উপভোগ করছেন। পোস্টের বক্তব্য অনুযায়ী, তাদের সম্পর্কটি প্রাথমিক ধাপে রয়েছে এবং উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন।
সেসব পোস্টে আরও বলা হয়েছে, তারকাখ্যাতির কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের ওপর যে চাপ সৃষ্টি হতে পারে, তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত। তাই জনসমক্ষে বা ইভেন্টে না এসে, তারা মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অথবা একান্তই দেখা করছেন।
এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের ওয়ান ক্রিকেট, ওডিশা টিভি। তবে এটি অবশ্যই উল্লেখ করা দরকার, এই প্রেমের জল্পনা পুরোপুরি অনলাইন জল্পনার ওপর ভিত্তি করে তৈরি।
শ্রেয়াস বা ম্রুণাল- কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করে সত্যতা নিশ্চিত করেননি। এমনকি তাদের কাছের কেউই এ বিষয় নিশ্চিত করেননি।